মেট্রোরেলে চেপে ১০ মিনিটে দিয়াবাড়ী থেকে আগারগাঁওয়ে প্রধানমন্ত্রী

‘স্বপ্নের’ মেট্রোরেলে চেপে মাত্র ১০ মিনিটে দিয়াবাড়ি থেকে আগারগাঁওয়ে পৌঁছালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার উদ্বোধনের পর আনুষ্ঠানিকতা শেষে বোন শেখ রেহানা ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা মতিয়া চৌধুরীসহ ২০০ জন অতিথিকে সঙ্গে নিয়ে দিয়াবাড়ী স্টেশন থেকে মেট্রোরেলে ওঠেন তিনি। দুপুর ১টা ৫৩ মিনিটে মেট্রোরেলটি ছেড়ে যায়। ১০ মিনিট ১০ সেকেন্ড বিরতিহীন যাত্রা শেষে আগারগাঁও স্টেশনে থামে।

আগারগাঁও স্টেশনে নেমে শেখ রেহানাসহ অন্যদের সঙ্গে দাঁড়িয়ে জনতার উদ্দেশে হাত নাড়েন প্রধানমন্ত্রী। এ সময় তাঁদের হাতে মেট্রোরেলের টিকিট দেখা যায়।

এর আগে প্রথম যাত্রী হিসেবে টিকিট কেটে মেট্রোরেলে ওঠেন প্রধানমন্ত্রী। বোন শেখ রেহানাও টিকিট কেটে মেট্রোরেলে ওঠেন।

উত্তরা উত্তর স্টেশনে দুটি ট্রেন ছিল। এর মধ্যে প্রথম ট্রেনটি বেলা ১টা ৩৯ মিনিটে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরেরটায় যাত্রী হন তিনি।

এর আগে উত্তরা ১৫ সেক্টরের সি/এ এর মাঠে সুধী সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তবে নিরাপত্তার স্বার্থে উদ্বোধনী অনুষ্ঠানে কোনো আতশবাজির আয়োজন ছিল না।

বক্তব্য শেষে উত্তরা উত্তর স্টেশন পরিদর্শন করেন শেখ হাসিনা। উদ্বোধন ফলকের পাশে একটি তেঁতুলগাছের চারা রোপণ করেন। এরপর সেখান থেকে প্ল্যাটফর্মে উঠে টিকিট মেশিন ব্যবহার করে টিকিট কেনেন সরকারপ্রধান।

সেখানে তাঁকে মেট্রোরেল ও প্ল্যাটফর্মগুলো সম্পর্কে ধারণা দেওয়া হয়। তৃতীয় তলার প্ল্যাটফর্মে প্রধানমন্ত্রী সবুজ পতাকা নেড়ে বাংলাদেশের প্রথম মেট্রোরেল চলাচলের সূচনা করেন। স্মারক হিসাবে সবুজ পতাকায় স্বাক্ষরও করেন তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *