চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে লোহাগাড়ায় শীতার্তদের কম্বল এবং সাতকানিয়া-লোহাগাড়ার আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর পক্ষ থেকে অসহায়দের মাঝে সৌর বিদ্যুৎ বিতরণ করা হয়েছে।
গত ২৮ ডিসেম্বর দুপুর ২টার দিকে লোহাগাড়া উপজেলা পাবলিক হলে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী, দক্ষিণ জেলা যুবলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মো. শাহজাহান বিন আবদুল আজিজ, লোহাগাড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক মুুহাম্মদ জহির উদ্দিন, পুটিবিলা ইউপির চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মানিক, পদুয়া ইউপির চেয়ারম্যান মুুহাম্মদ হারুনর রশিদ, কলাউজান ইউপির চেয়ারম্যান মুহাম্মদ আবদুল ওয়াহেদ, আধুনগর ইউপির চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন,চরম্বা ইউপির চেয়ারম্যান মুহাম্মদ হেলাল উদ্দিন, সাংবাদিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
২৪ঘণ্টা.জেআর
Leave a Reply