২৪ ঘন্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক : ঘন কুয়াশার কারণে চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ের কার্যক্রমে সাময়িক সমস্যা হওয়ায় সকাল ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সাময়িকভাবে বিমান ওঠানামা বন্ধ ছিল।
এ সময়ের মধ্যে বিমান সূচি অনুযায়ী অবতরণ করতে পারেনি তিনটি আন্তর্জাতিক বিমান।
শাহ আমানত বিমানবন্দরে দায়িত্বরত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার ই আলম তথ্যটি নিশ্চিত করে বলেন, সকাল সোয়া ৯টার দিকে কুয়াশা কেটে গেলে সাড়ে ৯টা থেকে বিমান ওঠানামা স্বাভাবিক হয়।
তবে এ সময়ের মধ্যে বিমান উড্ডয়নের কোনো শিডিউল ছিল না জানিয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্য থেকে আসা এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটসহ তিনটি বিমান শিডিউল অনুযায়ী অবতরণ করতে পারেনি। এসব বিমানে ১৫ মিনিট থেকে ৪৫ মিনিট পর্যন্ত সময় দেরি হয় অবতরণে।
Leave a Reply