২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম শাহ আমানাত আন্তর্জাতিক বিমান বন্দরে একই দিনে তিন দফায় বিভিন্ন ব্র্যান্ডের ১১শ ১২ কার্টন সিগারেট উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে আটটা থেকে ১০টার মধ্যে দেড় ঘন্টা সময়ের ব্যবধানে পৃথক পৃথকভাবে সিগারেটগুলো পাওয়া যায়। যার বর্তমান বাজার মূল্য ২২ লক্ষ দুই হাজার টাকা।
এর মধ্যে আবুধাবি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আসা ফটিকছড়ির হাফিজ মোহাম্মদ হাসানের ব্যাগেজে ১৭৪ কার্টন ইজি লাইট ব্র্যান্ডের সিগারেট পাওয়া যায় রাত সাড়ে ৮টার সময়।
আধা ঘন্টা পর ৯টা ৫মিনিটে ইজি লাইট ব্র্যান্ডের ১৩৬ কার্টন সিগারেট উদ্ধার হয় আন্তর্জাতিক আগমন বেল্ট এলাকায়। তবে এসময় সিগারেটগুলোর কোন বাহককে পাওয়া যায়নি।
এছাড়া রাত ১০টা বাজের কিছু আগে আরো ৮০২ কার্টন সিগারেট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এগুলো উদ্ধার হয়েছে শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটের যাত্রীদের আন্তর্জাতিক আগমন বেল্ট এলাকা থেকে।
কাস্টম হাউসের উপ-কমিশনার রিয়াদুল ইসলাম তথ্যটি নিশ্চিত করে জানান, মধ্যপ্রাচ্য থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা পৃথক দুইটি ফ্লাইটে করে ১১১২ কার্টন সিগারেট আনা হয়েছে।
প্রায় ২২ লক্ষ টাকা মূল্যের সিগারেটগুলো জব্দ করে সেগুলো কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। জব্দ সিগারেটের বিষয়ে কাস্টমস আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
Leave a Reply