নতুন বছরে বিরোধীদল ইতিবাচক ধারায় ফিরবে, আশা ওবায়দুল কাদেরের

তেল-জ্বালানিসহ সবকিছুর দাম সারা বিশ্বেই ঊর্ধ্বমুখী : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের খ্রিস্টীয় নতুন বছরে দেশবাসীকে দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, নেতিবাচক রাজনীতি চর্চার অন্ধকার ও ষড়যন্ত্রের পথ ছেড়ে বিরোধীদল ইতিবাচক ধারায় ফিরবে বলে আশা করে আওয়ামী লীগ।

আজ রোববার সকালে রাজধানীর সেতুভবনে মতবিনিময়কালে তিনি এ আশাবাদের কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, স্বপ্নের পদ্মাসেতু চালুর পর আজ পর্যন্ত ৪০৩ কোটি টাকা টোল আদায় হয়েছে, যা দেশের অর্থনীতির জন্য একটা সুখবর।

পরে সেতু ভবনে দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় ও চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতির পর্যালোচনা করেন। এরপর মন্ত্রী সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *