গোপনে কর্মব্যস্ত আনসারউল্ল্যাহ বাংলা টিম

চট্টগ্রামে লুকিয়ে আছে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা। সক্রিয় রয়েছে বিভিন্ন কৌশলে। গোপনে কর্মব্যস্ত নিষিদ্ধ ঘোষিত আনসারুল্লাহ বাংলাটিমের সদস্যরা। গত শুক্রবার সীতাকুন্ড থানা পুলিশের ওসির নেতৃত্বে একটি টিম জঙ্গী, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ কমপক্ষে ৫টি মামলার পলাতক আসামী রাজীবকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদে পুলিশ জঙ্গী হামলার পরিকল্পনাসহ নানা তথ্য পেয়েছে। গত ৬ মাস আগে জামিনে এসে আবারো অপরাধে জড়িত হয়েছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের এ সদস্য। আরো তথ্য আদায়ের উদ্দেশ্যে আজ তাকে চট্টগ্রাম আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করবে মামলার তদন্তকারী কর্মকতার্ এস আই খুরশিদ। এছাড়াও তাকে নিয়ে অভিযানে নামতে চায় ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিট।

সীতাকুন্ড থানার ওসি তোফায়েল আহমেদ সময়ের কাগজের বিশেষ প্রতিনিধিকে বলেন, গ্রেফতার হওয়া রাজিবের বিরুদ্ধে ঢাকা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন থানায় ৫টিরও বেশি বড় অপরাধের মামলা রয়েছে। এখন তাকে নিয়ে অভিযানে নামতে চায় ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিট। কারন তাকে গ্রেফতারের পর আমরা বেশ কিছু তথ্য পেয়েছি। রিমান্ডে আনা গেলে আরো বেশকিছু তথ্য পাওয়া যাবে। সীতাকুন্ড থানার একটি অস্ত্র ও গোলাবারুদ আইনে মামলা দায়ের হয়েছে। ৫/৬ মাস আগে সে জামিনে বেরিয়েছে। আবারও অপরাধের সঙ্গে জড়িয়েছে সে।

সীতাকুন্ড থানা সূত্রে জানা গেছে, গত শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত আনসারুল্লাহ বাংলাটিমের সদস্য মোজাহার উদ্দিন প্রকাশ রাজিবকে অস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। তার কাছে শুধু জঙ্গি সংগঠনই নয় বিভিন্ন কৌতুহলী তথ্য রয়েছে। রাজিবের কাছ থেকে আরো অনেক তথ্য পাওয়া যাবে। বিভিন্ন জঙ্গী সংগঠনের সঙ্গেও তার যোগাযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, নিষিদ্ধ ঘোষিত আনসারুল্লাহ বাংলাটিমের এসব সদস্যরা বিভিন্ন শেল্টারে থেকেই তাদের কাজ করে যাচ্ছে। বিভিন্ন আবাসিক এলাকার বাড়ি মালিকরা বাড়ি ভাড়া দেওয়ার আগে যাচাই বাছাই না করার কারণে নিষিদ্ধ ঘোষিত আনসারুল্লাহ বাংলাটিমের সদস্যরা গোপনে কাজ করে যাচ্ছে। সাধারন মানুষের মতোই এরা সবার সঙ্গে মিশে নেজেদের টার্গেটে পৌঁছানোর চেষ্টা করছে।

২৪ঘণ্টা.জেআর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *