আ.লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন যারা

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নতুন চার মুখ এনে আরও ২৭ জনের নাম ঘোষণা করা হয়েছে।

রোববার (১ জানুয়রি) রাতে গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে সাংবাদিকদের কাছে তাদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নতুন মুখ হিসেবে কমিটিতে স্থান পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম, সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আলী আরাফাত, দীলিপ কুমার চ্যাটার্জি ও তারিক সুজাত।

বাকি সদস্যরা হলেন— আবুল হাসনাত আবদুল্লাহ, নুরুল ইসলাম ঠান্ডু, বিপুল ঘোষ, দীপংকর তালুকদার, আমিনুল আলম মিলন, বেগম আখতার জাহান, ডা. মুশফিক হোসেন চৌধুরী, মেরিনা জামান, পারভীন জামান কল্পনা, অ্যাড. সফুরা বেগম রুমি, সানজিদা খানম, হোসনে আরা লুৎফা ডালিয়া, আনোয়ার হোসেন, আনিসুর রহমান, শাহাবুদ্দিন ফরাজি, ইকবাল হোসেন অপু, গোলাম রব্বানি চিনু, মারুফা আক্তার পপি, রেমন্ড আরেং, গ্লোরিয়া সরকার ঝর্ণা, সাঈদ খোকন, আজিজুর রহমান ডন ও সাখাওয়াত হোসেন শফিক।

এ ছাড়া আরও একজনের নাম পরে ঘোষণা করা হবে বলেও জানান ওবায়দুল কাদের।

এদিকে, আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক হয়েছেন গত কমিটির সদস্য সৈয়দ আব্দুল আওয়াল শামীম। আর গত কমিটির সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিককে কেন্দ্রীয় সদস্য হিসেবে রাখা হয়েছে।

গত ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে দশমবারের মতো সভাপতি হন শেখ হাসিনা এবং টানা তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক হন ওবায়দুল কাদের।

ওইদিন ৮১ সদস্যের কমিটির ৪৮ পদে মনোনীতদের নাম ঘোষণা করেন শেখ হাসিনা। পরে মাশরাফি বিন মুর্তজাকে যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং সিলেটের সৈয়দা জেবুন্নেছা হককে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য করা হয়। তবে এখনও একটি প্রেসিডিয়াম সদস্য পদ ও শ্রম বিষয়ক সম্পাদক পদে কারও নাম ঘোষণা করা হয়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *