চুনতিতে ফিল্মি স্টাইলে হামলা ও লুট

চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে আবু জাহেদ নামে এক যুবকের উপর ফিল্মি স্টাইলে সন্ত্রাসী হামলা ও লুটের অভিযোগ পাওয়া গেছে। আবু জাহেদ চুনতি সাতগড় নয়াপাড়া ৮নং ওয়ার্ডের মৃত সাহাব মিয়ার পুত্র। ভুক্তভোগীর স্ত্রী উর্মি সোলতানা সাদিয়া সাদেকা বাদী হয়ে (১) হারুন, (২) মোহাম্মদ জাহেদ, উভয়ের পিতা: আবদুল আলম, উভয়ের সাং: চুনতি, সাতগড় (পূর্ব পাড়া), ৭নং ওয়ার্ড, (৩) ওমর ফারুক, পিতা: মৃত নুরুল ইসলাম, সাং: সাতগড়, নয়া পাড়া (আব্দুল্লামার পাহাড়), (৪) রায়হান, পিতা: মৃত আব্দুশ শুক্কুর, (প্রকাশ- বান্টু মিয়া) সহ অজ্ঞাত আরও ৮/১০ জনকে অভিযুক্ত করে লোহাগাড়া থানায় মামলা দায়ের করেছেন।

সূত্র মতে জানা যায়, গত ৩০ ডিসেম্বর আনুমানিক রাত ৯টায় আবু জাহেদ তার নিজ কাজ শেষে বাড়ি ফেরার পথে নয়া পাড়া হালকুল ব্রিজের পাশে পৌঁছালে বিবাদীগণ রাতের অন্ধকারে পূর্ব পরিকল্পিতভাবে অতর্কিত অবস্থায় আবু জাহেদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং মধ্যযুগীয় বর্বরতায় হামলা করে। তাতে করে সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এমন সময় স্ত্রী আবু জাহেদকে মোবাইলে কল দিলে অভিযুক্ত এক ব্যক্তি মোবাইল রিসিভ করে বলে ‘তোর স্বামীকে মেরে ব্রিজে ফেলে আসছি, লাশটা নিয়ে যা’। তখন তাৎক্ষণিক হৈ-চৈ শুরু হলে পার্শ্ববর্তী প্রতিবেশীগণ এগিয়ে আসলে অভিযুক্ত ব্যক্তিগণ দেশীয় অস্ত্রশস্ত্র দেখিয়ে হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে এলাকার লোকজনের সহায়তায় তাকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তার অবস্থা বেগতিক দেখে তাকে চমেক হাসপাতালে রেফার করেন। বর্তমানে সে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে লাইফ সার্পোটে রয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগীর স্ত্রী সাংবাদিককে জানান, হারুন এলাকার একজন ভয়ংকর প্রকৃতির লোক। আমর স্বামীর সাথে ২/১ মাস আগে সামান্য কথা-কাটাকাটির এক পর্যায়ে হারুন গংদের আঘাতে আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়ে, তাকে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আঘাত করে এবং তার সাথে থাকা টাকা লুট করে নিয়ে যায়। এতে তার শরীরের ৯০ শতাংশ জায়গায় আঘাত হয়েছে। প্রচুর রক্তপাত হওয়ায় এখন তার অবস্থা আশংকাজনক।

এ ব্যাপারে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, চুনতিতে হামলার ঘটনার বিষয়ে থানায় মামলা রেকর্ড হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের অভিযান অব্যহত রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদেরকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

২৪ঘণ্টা.জেআর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *