কর্ণফুলীতে ৯৩ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১

চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকা থেকে ৯৩ হাজার ৪০০টি ইয়াবাসহ মো. আব্দুর রহিম (৩০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। জব্দকৃত ইয়াবার মূল্য দুই কোটি ৮০ লাখ টাকা। আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার।

এর আগে গতকাল সোমবার বেলা ২টার দিকে কর্ণফুলী থানার বৈরাগ এলাকা থেকে রহিমকে আটক করা হয়। তিনি একই উপজেলার বদলপুরা এলাকার মো. ইলিয়াসের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, বৈরাগ এলাকায় একটি বাসায় ইয়াবা মজুদের খবর পেয়ে অভিযান চালিয়ে রহিমকে আটক করা হয়। পরে তার খাটের নিচে দুটি বস্তায় বিশেষ কৌশলে লুকানো ৯৩ হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও জানান, আব্দুর রহিম দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে নগরসহ দেশের বিভিন্ন এলাকায় পাচার করতেন। আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *