কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে অতিরিক্ত ইয়াবা সেবনের কারণে স্বর্না রশিদ (২২) নামোর এক তরুনীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে কক্সবাজারের একটি হোটেলে এই ঘটনা ঘটে। স্বর্না রশিদ প্রাইভেটে ব্রিটিশ কাউন্সিলে “এ লেভেল” এ অধ্যায়নরত ছিলো । নিহত স্বর্না বাড়ি ঢাকার কোতোয়ালী এলাকার। তার পিতার নাম হারুনুর রশিদ পাপ্পু।
কক্সবাজার সদর থানার ওসি তদন্ত খাইরুজ্জামান জানান, স্বর্না রশিদ বন্ধুদের সাথে কক্সবাজারে ঘুরতে আসে। তারা কক্সবাজার শহরের কলাতলীর হোটেল জামান নামে একটি হোটেলে অবস্থান করছিলো। অতিরিক্ত ইয়াবা সেবনের ফলে স্বর্না গুরুতর অসুস্থ হয়েপড়ে। মূমুর্ষ অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে আনাহলে স্বর্নার মৃত্যু হয়। পুলিশ মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরন করে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে।
জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ শাহীন আবদুর রহমান চৌধুরী জানান-‘ সন্ধ্যার পর মেয়েটিকে জরুরি বিভাগে যখন আনা হয় তখন আমি তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিটে ভর্তি দিয়েছিলাম। কিন্তু তারা ঢাকায় ফিরে যাবার কথা বলে সিটে ভর্তি না হয়ে ফিরে যান হোটেল কক্ষে।’
ডাঃ শাহীন আরো বলেন, সঙ্গীরা মাদকসেবী মেয়েটিকে নিয়ে যাবার বেশ কিছুক্ষণ পর আবারো হাসপাতালে আসেন। তখর রাত আনুমানিক সাড়ে ৯ টা। ডাঃ শাহীন মেয়েটিকে পরীক্ষা করে দেখেন ততক্ষনে তার প্রাণ বায়ু নিভে গেছে। ডাঃ শাহীনের মতে বেশী পরিমাণে (ওভার ডোজ) ইয়াবা সেবন করায় তার মৃত্যু হয়েছে।
Leave a Reply