চট্টগ্রামের রাউজান পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে স্থানীয় এক প্রভাবশালীর দখলে থাকা ৪৪ শতক সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। আজ ৫ জানুয়ারি বৃহস্পতিবার জমি উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদার ও রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সামাদ শিকদার বলেন, উদ্ধার করা জমিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী ভূমিহীন পরিবার পূনর্বাসনে অগ্রধিকার ভিত্তিতে আশ্রয়ণ প্রকল্প নির্মাণ কাজ শুরু করা হয়েছে। এই জায়গায় ২০টি ভূমিহীন পরিবার পূনর্বাসন করা হবে।
উদ্ধার অভিযানে প্রশাসনকে সহায়তা করেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সুমন দে, রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ সহ স্থানীয় লোকজন।
২৪ঘণ্টা.জেআর
Leave a Reply