চট্টগ্রামের হালিশহরে ইস্টার্ন ব্যাংকের একটি শাখায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
শুক্রবার (৬ জানুয়ারি) দুপুর সোয়া ১২টায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক আনিছুর রহমান।
তিনি বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়।
তিনি আরও বলেন, বৈদ্যুতিক কারণে আগুন লেগে থাকতে পারে। অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতিসহ বিস্তারিত তদন্তসাপেক্ষে জানা যাবে।
Leave a Reply