নগরীর ঐতিহ্যবাহী কাতালগঞ্জ বড় মসজিদ প্রাঙ্গনে শুক্রবার বাদ জুমা মসজিদের ওয়াকফ এষ্টেটের সম্পত্তি রক্ষার্থে অত্র মসজিদের মুসল্লি পরিষদের আহবায়ক আলহাজ্ব শাহাজাহান সুফী’র সভাপতিত্বে এবং এলাকাবাসীর উদ্যেগে মানববন্ধন ও প্রতিবাদ র্যালী অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে, কতিপয় ভূমিদস্যুরা কাগতীয়া দরবার শরীফের নাম ভাঙ্গিয়ে পাঁচলাইশ মোড় সংলঘ্ন ঐতিহ্যবাহী মসজিদের দীর্ঘ ৬০ বৎসরের সম্পত্তি দখল করার অপচেষ্টায় ও দখল করার চক্রান্ত করে আসছিল, এই সম্পত্তি সংক্রান্ত মামলা মহামান্য আদালতে চলমান আছে এবং ভূমি প্রশাসন এই সংক্রান্ত একটি আদেশ জারীও করেছেন। ভূমিদস্যুরা উক্ত আদেশকে অমান্য করে মসজিদের জমি দখল করার চক্রান্ত করছে। বিষয়টি মসজিদ কমিটির অবগত হয়ে জুমার নামাজের পর মহল্লাবাসী ও মুসল্লীগন তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন।
সভায় আলহাজ্ব শাহাজাহান সুফী তার বক্তব্যে বলেন, আল্লাহর ঘরের সম্পত্তি রক্ষা করা সকল মুসলিম ভাইদের ঈমানী দায়িত্ব। মসজিদের সম্পত্তি যাতে কেউ গ্রাস করতে না পারে, মসজিদের সম্পত্তি সুষ্ঠ সুন্দর ভাবে রক্ষনাবেক্ষন করা যায়। উক্ত সম্পত্তি ভূমি দস্যুরা যদি দখলের পায়তারা করেন আমরা কাতালগঞ্জ মহল্লাবাসী তাদের উপযুক্ত জবাব দিব।
Leave a Reply