সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়িতে পাঁচতলা ভবন থেকে পড়ে এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে। তার নাম সম্রাট (৩০)।
শনিবার সকাল ১০ টার সময় ইউনিয়নের শীতলপুরস্থ কেশবপুর গ্রামে বিএম ডিপো’র মালিকানাধীন কর্ণফুলী বিল্ডিং এ এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি পাঁচতলা ভবনের বাইরে রংয়ের কাজ করার সময় হঠাৎ অসাবধানতাবশত সম্রাট নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, শীতলপুরের কেশবপুর এলাকায় বিএম ডিপোর মালিকানাধীন একটি বিল্ডিং এ রং এর কাজ করার সময় উপর থেকে পড়ে এক শ্রমিক মারা যাওয়ার খবর পেয়েছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
Leave a Reply