রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের শেখপাড়ায় গাউসিয়া কমিটির উদ্যোগে এলাকাবাসি ও প্রবাসিদের সহযোগীতায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে আজিমুশশান সুন্নি সমাবেশ গত ২১ ডিসেম্বর শনিবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে স্থানীয় শেখপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।
নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সমাজসেবক জাফর আহম্মদ সভাপতিত্বে অনুষ্ঠিত সুন্নি সমাবেশে উদ্বোধক ছিলেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ বাবুল মিয়া মেম্বার।
প্রধান অতিথি ছিলেন চ্যানেল আই ও মোহনা টিভির উপস্থাপক হযরতুলহাজ্ব আল্লামা শাহসূফী শফিউল্লাহ আল কাদেরী।
বিশেষ অতিথি ছিলেন ,নোয়াপাড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিন, রাউজান উপজেলা গাউসিয়া কমিটির সভাপতি আলহাজ আবু বক্কর সওদাগর, সাবেক সভাপতি ব্যবসায়ী লায়ন আহমদ সৈয়দ, সহ সভাপতি অধ্যাপক জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মুহাম্মদ হানিফ,যুগ্মসম্পাদক মুহাম্মদ কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাহেদুল হক।
প্রধান আলোচক ছিলেন আল্লামা মিজানুর রহমান আল কাদেরি। তাকরীর করেন তাহেরিয়া সুন্নিয়া মাদরাসার সুপার আলহাজ্ব মাওলানা সৈয়্যদ শওকত হোসাইন রেজভী, শেখপাড়া জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আইয়ুব বদরী, মাওলানা এজাহার মিয়া আল মাইজভান্ডারি, সাংবাদিক এস এম ইউছুপ উদ্দিন, সাংবাদিক জাহাঙ্গীর নেওয়াজ, সাংবাদিক নেজাম উদ্দিন রানা, সাংবাদিক এম কামাল উদ্দিন।
সংগঠনের সভাপতি মুহাম্মদ মোরশেদুল ইসলাম ও দাওয়াত খায়র সম্পাদক সালাউদ্দিন এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সমাজ সেবক মুহাম্মদ আবদুল্লাহ,শেখপাড়া জামে মসজিদের নির্বাহী সদস্য আ স ম ইদ্রিস, হাফেজ মাওলানা আব্দুচ্ছাত্তার,শেখপাড়া জামে মসজিদের যুগ্ম সম্পাদক মুহাম্মদ ইউনুস মিয়া, শেখ মুহাম্মদ এমদাদ হোসাইন, মুহাম্মদ ইরফান, আরফাত,শামসুল আরফিন আর্ক,শেখ ইমাম প্রমূখ। এছাড়া গাউছিয়া কমিটির বিভিন্ন ইউনিট শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply