রাঙামাটি প্রশিক্ষণে ‘মিসফায়ার’, গুলিবিদ্ধ সিএমপির ৩ পুলিশ

রাঙামাটিতে চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি) প্রশিক্ষণের সময় এক নারী কনস্টেবলের ‘মিসফায়ারে’ তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। পরে আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে পার্বত্য জেলা রাঙামাটির কাউখালী থানাধীন বেতবুনিয়ায় পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) ফায়ারিং প্রশিক্ষণের সময় এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন আকবরশাহ থানার পুলিশের নারী কনস্টেবল মিনু আরা, বাকলিয়া থানার কনস্টেবল সুমন কান্তি দে ও অভি বড়ুয়া।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, আহতদের হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

নগর পুলিশের জনসংযোগ কর্মকর্তা অতিরিক্ত উপকমিশনার (পিআর) স্পিনা রানী প্রামাণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সিএমপির সদস্যদের নিয়ে বেতবুনিয়ায় বার্ষিক ফায়ারিং ট্রেনিং চলছিল। সেখানে আজ সকালের মহড়ায় এক নারী কনস্টেবল ফায়ারিংয়ের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এতে তাঁর মিসফায়ারে সেখানে থাকা তিন কনস্টেবল আহত হয়েছেন।’

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *