সিনেমা বানানোটা তার দীর্ঘ দিনের স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দীর্ঘদিন আড়ালে থেকেছেন। তবে এই আড়ালে থাকাটা কাজের জন্যই। আড়াল হয়ে নিয়েছেন প্রস্তুতি। অবশেষে ঘোষণা দিলেন সেই স্বপ্নের। যে স্বপ্নের নাম ‘ওয়ান ইলেভেন’। সাংবাদিক কামরুল ইসলাম রিফাতের দীর্ঘ দিনের লালিত এই স্বপ্ন ‘ওয়ান ইলেভেন’ এর সঙ্গে যুক্ত হলেন বরেণ্য অভিনেতা আফজাল হোসেন।
রিফাত বললেন, ধুরন্ধর রহস্য রোমাঞ্চকর ইতিহাসকে আতশ কাঁচের নিচে ফেলতেই স্পষ্ট দেখা মেলে নায়ক, খলনায়ক, পুলিশ, গোয়েন্দা, লেখক, গণমাধ্যম আর কিছু অসমাপ্ত প্রশ্নের ভুলভ্রান্তিতে ভরা উত্তর। ‘ওয়ান ইলেভেন’ চলচ্চিত্রটি সে গল্পই বলবে।
এই সিনেমার মাধ্যমেই দীর্ঘদিন পর মূখ্য হয়ে বড় পর্দায় আসছে তিনি। থ্রিলার সিনেমার মাধ্যমেই এই প্রত্যাবর্তন তার। প্রযোজনা প্রতিষ্ঠান মিডিয়া পোস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই তথ্য।
‘ওয়ান ইলেভেন’ নিয়ে যোগাযোগ করা হয় আফজাল হোসেনের সঙ্গে। সমকালকে তিনি বলেন, ‘তরুণ প্রজন্মের নির্মাতাদের কাছ থেকে অনেক কিছুই শেখার আছে। ওয়ান ইলেভেনের গল্প আমাকে আকৃষ্ট করেছে। সেই থেই এই প্রজেক্টের সঙ্গে যুক্ত হওয়া।’
হুমায়ুন কবির বিশ্বাসের গল্পে সিনেমাটির সংলাপ করেছেন মোজাফফর হোসেন। আর চিত্রনাট্য সংশোধন ও পরিমার্জন করেছেন গুণী চলচ্চিত্রকার যুগল নূরুল আলম আতিক ও মাতিয়া বানু শুকু।
নির্মাতা জানিয়েছেন, পর্যায়ক্রমে ছবিটির আরও শিল্পীদের নাম জানানো হবে। এ বছরের মাঝামাঝিতেই শুটিং শুরুর সম্ভবনা রয়েছে।
Leave a Reply