সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামরা ফকিরহাটস্থ হযরত পন্থিশাহ (রঃ) জামে মসজিদ প্রাঙ্গণে সোমবার ৬ষ্ঠ বারেরমতো বিকাল ৫টা থেকে আন্তর্জাতিক কেরাত সম্মেলন অনুষ্ঠিত হবে।
উক্ত কেরাত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ.ম.ম দিলশাদ।
হযরত পন্হিশাহ (রঃ) কমপ্লেক্স এর ব্যবস্থাপনায় এবং আন্তর্জাতিক কেরাত সন্মেলন সংস্থার আয়োজনে উক্ত সন্মেলন উপস্থিত থাকবেন ক্বারী শাইখ সালাহ মুহাম্মদ সোলাইমান (মিসর), ক্বারী শাইখ রজাঈ আইয়ুব (তানজানিয়া), ক্বারী শাইখ ঈদী শাবান (তানজানিয়া), ক্বারী শাইখ আবিদী ইদরিস (তানজানিয়া), ক্বারী মাসুদ শাহাত মোহাম্মদ (ইন্দোনেশিয়া), ক্বারী মুহাম্মদ আহমদ আব্দুল হাফিজ আদ দুরুনকি (মিশর)সহ উপস্থিত থাকবেন দেশ-বিদেশের বিশিষ্ট আলেমেদ্বীন, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ।
একই দিন সকালে হযরত পন্থিশাহ (রঃ) ফাউন্ডেশন মেধাবৃত্তি প্রদান এবং হযরত পন্হিশাহ (রঃ) নুরানী কিন্ডারগার্টেন ও দাখিল মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হবে।
Leave a Reply