নেজাম উদ্দিন রানা, রাউজান: মেধা ও মননের সংগঠন “সেন্ট্রাল বয়েজ অব রাউজান” এর ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠান হবে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটিতে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হবে। বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সংগঠনের প্রধান পৃষ্টপোষক, উদীয়মান সমাজসেবক ও রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী।
৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠান সফল করার লক্ষ্যে রাউজান মুন্সির মাস্টার দা সূর্যসেন কমপ্লেক্সস্থ সংগঠনের কার্যালয়ে এক প্রস্তুতি সভা সংগঠনের সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্ব অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতিসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রস্তুতি সভায় ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠান সফল করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়।
Leave a Reply