হ্যাটট্রিক হারের পর প্রথম জয় পেলো কুমিল্লা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৬ উইকেটে হারিয়ে আসরের প্রথম জয়ের দেখা পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

সোমবার (১৬ জানুয়ারি) জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ১৩৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৫ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দলীয় ২ রানে শুন্য হাতে ফিরে যান উসমান খান। এরপর ক্রিজে এসে ম্যাক্স ও’ডাউডকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন আফিফ হোসেন।

তবে দলীয় ৪৫ রানে ২১ বলে ২৯ রান করে সাজঘরে ফিরে যান আফিফ হোসেন। এরপর ক্রিজে দ্রুতই ফিরে যান ইরফান শুকুর। দলীয় ৫৫ রানে ১১ বলে ৫ রান করে আউট হন তিনি।

এরপর দলীয় ৭৩ থেকে ৭৮ রানের মধ্যে আরও তিন ব্যাটারকে হারায় চট্টগ্রাম। ম্যাক্স ও’ডাউড ২৪ বলে ২৪, জিয়াউর ৫ বলে ২ ও দরবেশ রসুলী ১৪ বলে ১১ রান করে ফিরে যান।

এরপর দলীয় ৯৮ রানে ৯ বলে ৭ রান করে সাজঘরে ফিরে যান মৃত্যুঞ্জয় চৌধুরি। একদিকে উইকেট হারালেও অন্যদিকে আগ্রসী ব্যাটিং করতে থাকেন অধিনায়ক শুভাগত হোম। তার ২৩ বলে ৩৭ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। কুমিল্লার পক্ষে তানভির, মোসাদ্দেক ও খুশদিল নেন ২টি করে উইকেট।

১৩৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় কুমিল্লা। উদ্বোধনী জুটিতে ৫৬ রান সংগ্রহ করে লিটন দাস ও মোহাম্মদ রিজওয়ান। তবে দলীয় ৫৬ রানেই ২২ বলে ৪০ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হন লিটন।

লিটনের বিদায়ের পর অধিনায়ক ইমরুল কায়েসকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন মোহাম্মদ রিজওয়ান। কিন্তু দলীয় ৮৫ রানে ১৩ বলে ১৫ রান করে সাজঘরে ফিরে যান ইমরুল। এরপর ক্রিজে এসে দ্রতই আউট হন জনসন চার্লস।

এরপর ক্রিজে আসা জাকের আলিকে সঙ্গে নিয়ে কুমিল্লাকে জয়ের দিকে নিয়ে যান রিজওয়ান। রিজওয়ানকে ভালো সঙ্গ দিতে থাকেন জাকের আলি। ইনিংসের ১৬তম ওভারের প্রথম দুই বলে দুই ছক্কা হাঁকিয়ে পরের বলে আউট হন জাকের আলি। দলীয় ১২৫ রানে ২৩ বলে ২২ রান করে সাজঘরে ফিরে যান তিনি।

জাকেরের বিদায়ের পর ক্রিজে আসেন খুশদিল। এরপর আর কোন বিপদ না ঘটিয়ে ১৫ বল হাতে রেখে কুমিল্লার জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন মোহাম্মদ রিজওয়ান। খুশদিল ১০ বলে ১০ ও রিজওয়ান ৩৫ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন। চট্টগ্রামের পক্ষে মালিন্দা পুষ্পকুমারা নেন ২টি উইকেট।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *