চট্টগ্রাম রেঞ্জের অপরাধ পর্যালোচনা ও বিবিধ বিষয়ক সম্মেলনে বিশেষ ক্যাটাগরিতে পুরষ্কৃত ওসি কেফায়েত

নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রাম রেঞ্জের অপরাধ পর্যালোচনা ও বিবিধ বিষয়ক সম্মেলনে নভেম্বর’১৯ মাসের অপরাধ নিয়ন্ত্রনে দক্ষতা, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অস্ত্র ও মাদক উদ্ধার, নিয়মিত মামলার আসামি গ্রেফতার, পরোয়ানা তামিলসহ সার্বিক কর্ম পর্যালোচনা করে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিতদের পুরষ্কৃত করা হয়েছে।

২৩ ডিসেম্বর’ অনুষ্ঠিত রেঞ্জ সম্মেলনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুকের নিকট হতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা স্মারক ও সার্টিফিকেট অফ এপ্রিসিয়েশন গ্রহণ করেন পুরষ্কৃত কর্মকর্তাগণ।

এ সময় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) নুরেআলম মিনাসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় অস্ত্র কারখানা ও অস্ত্র-গোলাবারুদ উদ্ধারকালীন গুরুতর আহত হয়ে বিশেষ ক্যাটাগরীর পুরষ্কার অর্জন করেন রাউজান থানার অফিসার ইনচার্জ কেফায়েত উল্লাহ, শ্রেষ্ঠ অবৈধ অস্ত্র-গুলি উদ্ধারকারী অফিসার মনোনীত হয়েছেন রাউজান থানার এসআই (নি:) সাইমুল ইসলাম, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার মনোনীত হয়েছেন রাউজান থানার এসআই (নি:) মৃদুল বড়ুয়া।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *