আনোয়ারায় ফসলি জমির মাটি কাটায় জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায় ফসলি জমির মাটি কাটায় দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত ১৭ জানুয়ারি (মঙ্গলবার) রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরী এলাকায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ্ আল মুমিন ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করেছে এক মাটি কাটার চক্রের সদস্যকে। এসময় একটি ড্রাম্প ট্রাক, একটি মোটরসাইকেল, চারটি মোবাইলসহ ৩ জন গাড়ী চালককে আটক করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, দিনের বেলায় জমির ধাঁরে বন্ধ করে রাখে মাটি কাটার এস্কেভেটর, সন্ধ্যা হতেই শুরু হয় ফসলি জমি থেকে মাটি কাটার মহাৎসব। এসব মাটি উপজেলার বিভিন্ন সড়ক নির্মাণ, বাড়ি ভরাট কাজসহ যাচ্ছে অবৈধ ইটভাটায়। আর এসব মাটি কেটে বিক্রি চক্রে রয়েছে স্থানীয় প্রভাবশালীরা।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ্ আল মুমিন বলেন, ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে স্থানীয় শাকিল হোসেন নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ফসলি জমির মাটি কেটে বিক্রির চক্রে জড়িতদের খোঁজ খবর নেওয়া হচ্ছে।

২৪ঘণ্টা.জেআর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *