চট্টগ্রামে রপ্তানীযোগ্য পোষাক চোর চক্রের ৮ সদস্য গ্রেফতার : লুণ্ঠিত মালামাল উদ্ধার

রপ্তানীযোগ্য পোষাক লুণ্ঠন

২৪ ঘন্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় অভিযান চালিয়ে রপ্তানীযোগ্য পোষাক চোর চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় ১টি লং ভেহিকেল, কার্ভাড ভ্যানসহ রপ্তানী যোগ্য তৈরী ৫৩৫ কার্টুন লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।

আজ দুপুর আড়াইটার সময় নগরীর হালিশহর থানাধীন পোর্ট কানেকটিং (পিসি) রোডস্থ ওয়াপদা মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে লুণ্ঠিত মালামালসহ তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, আহম্মেদ বিন জামিল (৪০), মো. নিজাম উদ্দিন (৩৯), মো. মোসলেম উদ্দিন (৪২), চালক মো. ইকবাল হোসেন (২৬), মো. দেলোয়ার হোসেন (৩৫), চালক মো. ইয়াকুব (২৬), হেলপার মো. সাইফুল (২৫) ও মো. আক্তার হোসেন (৩৫)।কাভার্ডভ্যানে লুন্ঠিত মালামাল

নগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন গার্মেন্টস হতে শিপমেন্টের উদ্দেশ্যে কর্ভাড ভ্যান ও লং ভেহিকেলে কাস্টম কর্তৃক সীলগালা করার পর বন্দর অভিমুখী এসব গাড়ির চালক ও হেলপারদের যোগসাজশে তা লুঠ করে নেন গ্রেফতারকৃতরা। চক্রটি সুকৌশলে মালামাল লুঠ করে যাতে সীলগালা নষ্ট না হয়।

ফলে বাহিরে সীলগালা ও তালা ঠিক থাকলেও খালি কন্টেইনার পৌছে যায় বিদেশে। এই চক্রের জন্য একের পর এক গার্মেন্টস সেক্টর আজ ধ্বংসের পথে।

এই চক্রের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে জানিয়ে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মির্জা সায়েম মাহমুদ জানান, গোপনে চক্রটির সন্ধান পায় গোয়েন্দা পুলিশ। আজ দুপুরে অভিযান চালিয়ে রপ্তানীযোগ্য পোষাক চুরির সাথে জড়িত ৮ সদস্যকে গ্রেফতার করা হয়।

এসময় লং ভেহিকেল চট্র্র মেট্রোঃ ঢ ৮১-২৬৬২ ও ঢাকা মেট্রোঃ-ট-১৬-৮১২৯ নাম্বারের কার্ভাড ভ্যানসহ রপ্তানী যোগ্য তৈরী ৫৩৫ কার্টুন মালামাল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে হালিশহর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *