চট্টগ্রামে ওসি প্রত্যাহারের দাবীতে সাংবাদিকদের মানববন্ধন

চট্টগ্রাম মহনগর বিএনপির কার্যালয় সংলগ্ন মসজিদ থেকে বের হওয়ার সময় বিএনপি নেতাকর্মীদের আটকের ভিডিও ধারণকালে এনটিভির ক্যামেরা কেড়ে নিয়ে সাংবাদিকদের লাঞ্চিত ও গ্রেপ্তারের হুমকি দিয়েছে সিএমপির কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির।

এসময় ওসি নিজেই এনটিভির ধারণ করা ভিডিও ফুটেজের মেমোরি কার্ড নিয়ে নেয়।

আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) দুপুর ২টার দিকে নগরীর নাসিমন ভবনের মাঠে এ ঘটনা ঘটে। পুলিশ এসময় বিএনপির ৪ কর্মীকে আটক করে।

এনটিভি চট্টগ্রাম অফিসের সিনিয়র রিপোর্টার আরিচ আহমদ শাহ বলেন, বিএনপি অফিসের সামনে পুলিশ নেতাকর্মীদের আটকের সময় আমি ও আমার ক্যামেরাম্যান সুমন গোস্বামী ভিডিও ধারণকালে ওসি কোতোয়ালী আমাদের বাধা দেন। তিনি ক্যামেরা কেড়ে নিয়ে ধারণ করা ফুটেজের মেমোরি কার্ড খুলে নিলে আমি প্রতিবাদ করি। তখর তিনি দুই মিনিটের মধ্যে আমাদের গ্রেপ্তারের হুমকি দেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপির) কোতোয়ালী জোনের সহকারী কমিশনার অতনু চক্রবর্তী বলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয়ের সামনে থেকে ৪ জনকে আটক করা হয়েছে। তাদের যাচাই-বাছাই করে গত ১৬ জানুয়ারি পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখানো হবে।

মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা ইদ্রিস আলী জানিয়েছেন,বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয়ের পাশে জিয়া রহমানের জন্ম বার্ষিকীর দোয়া মাহফিল আয়োজন করা করেছিল। দোয়া মাহফিল শেষে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মসজিদ থেকে বের হওয়ার সময় পুলিশ কোন কারণ ছাড়াই ৮/১০ জনকে গ্রেফতার করেছে।

এদিকে ভিডিও ধারণা করার সময় ক্যামরার মেমোরি কার্ড ছিনিয়ে নিয়ে পরে কার্ডে থাকা বিভিন্ন ফুটেজ ডিলেট করে দেয়া ও ওসি জাহিদুল কবির সাংবাদিকদের সাথে অশোভন আচরণের প্রতিবাদে বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বিক্ষুব্ধ সাংবাদিকরা প্রতিবাদে সমাবেশ করেছে। প্রতিবাদ সমাবেশ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কোতোয়ালির ওসিকে প্রত্যাহারের আহবান জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ। প্রত্যাহার করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে সাংবাদিক নেতারা জানিয়েছেন।

এ বিষয়ে পুলিশের কোন কর্মকর্তা বক্তব্য দিতে রাজি হয়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *