সীতাকুণ্ডে সিকিউর সিটি ” স্বপ্ন পূরণ উৎসব” রেডি দোকান বিক্রয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের পৌর সদরে সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেডর উদ্যেগে ১৯ জানুয়ারী হতে ৪ ফেব্রুয়ারী পর্যন্ত ১৭ দিন ব্যাপী ” সিকিউর সিটি ” স্বপ্ন পূরণ উৎসব” ও রেডি দোকান বিক্রয় মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উক্ত মেলার উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া।

সরকার ঘোষণা করেছে গ্রাম হবে শহর তারই অংশ হিসেবে সীতাকুণ্ড পৌরসদরে প্রথমবারের মতো আন্তর্জাতিক মানের অত্যাধুনিক শপিং কমপ্লেক্স সিকিউর সিটি সীতাকুণ্ডবাসীর একটি স্বপ্ন পুরণ হয়েছে। যেখানে রয়েছে সম্পুর্ন শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, হেলিপ্যাড, অত্যাধুনিক এস্কেলেটর ও ক্যাপসুল লিফট, প্রতিটি ফ্লোরে আলাদা আলাদা পণ্যসামগ্রীর সুব্যবস্থা, সুবিশাল গাড়ি পার্কিং, ফুড কোর্ট ও কিড্স জোনে থাকবে বাচ্চাদের দারুণ সব গেমস এর আয়োজন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, হেলথ এন্ড এডুকেশন ট্রাস্টের নির্বাহী লায়ন মোঃ গিয়াস উদ্দিন, পৌর কাউন্সিল ফজলে এলাহি পায়েল, আ.লীগ নেতা সাঈন মিয়া, পৌর বাজার কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম বাহার, সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন, সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেডর চেয়ারম্যান মোরসেদুল হাসান, আকতার হোসেন মামুন, জি,এম আলাউদ্দিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *