সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের খাদেমপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (২৩ জানুয়ারী) রাত পৌনে ৯টার সময় উপজেলার মাদামবিবিরহাটস্থ নেভি রোডের পুর্ব পার্শ্বে বশর কলোনি ও দিদার কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ২৫ টির মতো আধাপাকা ঘর পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্থ পরিবারের দাবী আগুনে ৫০/৬০ লক্ষ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুইটি এবং নৌবাহিনীর ২টিসহ মোট ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মোঃ লোকমান জানান, রাত পৌনে ৯টার দিকে একটি রান্না ঘর থেকে আগুনের সুত্রপাত ঘটে। আগুনে দুইটি কলোনির ২৫টি আধাপাকা ঘর পুড়ে যায়। এতে লোকমান নামে এক মিস্ত্রির নগদ ৬০ হাজার টাকাসহ মুল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোঃ নিজাম উদ্দিন।
কুমিরা ফায়ার সার্ভিসের অফিসার ফিরোজ আলম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে দুইটি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। ধারণা করা হচ্ছে বিদ্যুৎ শর্ট সার্কিট অথবা গ্যাসের চুলা থেকে আগুনের সুত্রপাত ঘটতে পারে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
Leave a Reply