কামরুল ইসলাম দুলুঃ দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নারীর ক্ষমতায়ন প্রকল্প। ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সীতাকুণ্ডে ইপসা’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা এ.কে. এম মফিজুর রহমান মিলনায়তনে উক্ত সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে ৪০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেলাই মেশিন বিতরণ করেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।
এ সময় তিনি বলেন, নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য সরকার নারী উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন। এক সময় নারীরা পিছিয়ে থাকলেও বর্তমানে সর্বক্ষেত্রে অবদান রাখছে নারীরা।
তিনি আরো বলেন, দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের জন্য অর্থনৈতিক কর্মকান্ডে নারী জনগোষ্ঠীর অংশগ্রহণের কোন বিকল্প নেই। নারীরা এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে এর ফলে বর্তমান সরকারের অর্থনৈতিক কর্মকান্ড- সম্প্রসারিত হবে এবং দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
ইপসা’র অর্থ সম্পাদক পলাশ কুমার চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়,সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল হক, জেলা পরিষদ সদস্য আ.ম.ম দিলসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলি, ইপসার প্রধান নির্বাহী আরিফুর রহমান, মুরাদপু্র ইউপি চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামী বাবু, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার,প্রাথমিক শিক্ষা অফিসার মো.নুরুচ্ছফা, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সুমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী প্রমূখ।
Leave a Reply