সীতাকুণ্ড প্রতিনিধি: আহলে সুন্নাত ওয়াল জামা’আত ও গাউসিয়া কমিটি আমেরিকার পেন্সিলভেনিয়া শাখার যৌথ উদ্যেগে সীতাকুণ্ডের তিনশত গরীব অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গাউসিয়া কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলা সেচ্ছাসেবক টিমের সহযোগিতায় বুধবার বিকালে উপজেলার জোড়আমতলস্থ আল আমিন ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত উক্ত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন।
সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব পিয়ার মোহাম্মদ কমিশনার, উপজেলা আ. লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবদুল আউয়াল, আলহাজ্ব মোবারক হোসেন সওদাগর, আলহাজ্ব মোহাম্মদ জামাল পাশা, আল আমিন ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রসা সুপার মাওলানা আবু কায়সার, আলহাজ্ব মাওলানা মোঃ আতিক উল্লাহ, আলহাজ্ব মোঃ কামাল উদ্দিন, মোঃ কামাল উদ্দিন চৌধুরী, আলহাজ্ব মাওলানা মোঃ মজিবুদ্দিন, মাওলানা মোঃ খোরশেদ আলম, আলহাজ্ব মাওলানা মোঃ সিরাজউদ্দৌলা, আলহাজ্ব মাওলানা মোঃ নাছিম উদ্দিন, আলহাজ্ব ইঞ্জিনিয়ার রফিক উদ্দিন আহমেদ, মোঃ মুজিব উদ্দিন চৌধুরী, মোঃ আলাউদ্দিন, আলহাজ্ব তাজু উদ্দিন সওদাগর, মোঃ মামুনুর রশিদ, মোঃ আবুল কালাম কন্ট্রাক্টর, মোঃ আলী আকবর, মোঃ তৈয়ব উদ্দিন, মোঃ নুর উদ্দিন, মোঃ জাহাঙ্গীর আলমসহ সীতাকুণ্ড উপজেলার মানবিক টিমের সকল সদস্যবৃন্দ।
Leave a Reply