দৈনিক সকালের সময় এর সাতকানিয়া প্রতিনিধি ও চট্টগ্রাম সংবাদের প্রকাশক ও সম্পাদক সৈয়দ আক্কাস উদ্দীন, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আবদুল আলীম, সোনাকানিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সেলিম উদ্দীনের নামে আইসিটি অ্যাক্টে মামলা করায় ও পরবর্তীতে আদালত অবমাননাকর বক্তব্য রাখায় উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দীনের বিরুদ্ধে মানববন্ধন করেছে সাতকানিয়া আইনজীবী সমিতি ও সাতকানিয়ায় কর্মরত সাংবাদিকরা। আজ ২৬ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১১টায় পৌরসভাধীন আদালত সড়কে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
মানববন্ধনে উপস্থিত থেকে প্রতিবাদ জানান সাতকানিয়ার সিনিয়র সাংবাদিক সুকান্ত বিকাশ ধর, দৈনিক ইত্তেফাকের সাতকানিয়া প্রতিনিধি মো. দিদারুল আলম, চট্টগ্রাম ট্রিবিউনের গোলাম ফেরদৌস রুবেল, বিজয় টিভির মো. নাছির উদ্দীন, সি প্লাসের দেশপ্রিয় বড়ুয়া, এশিয়ান টিভির সাতকানিয়া প্রতিনিধি সাইফুল ইসলাম, বিজয় টিভির লোহাগাড়া প্রতিনিধি মেহাম্মদ মোক্তার, দ্য বাংলাদেশ টুডে এর রমজান আলী, চট্টগ্রাম সংবাদের সাব-এডিটর মো. জাহেদুল ইসলাম, দৈনিক আলোকিত সকালের রিদুয়ান, মানবকন্ঠের চন্দনাইশ-সাতকানিয়া প্রতিনিধি শহিদুল ইসলাম, বাংলাদেশ সমাচারের সৈকত দাশ, ভোরের ডাকের সাতকানিয়া প্রতিনিধি নুরুল আমিন, বিজনেস বাংলাদেশের মিজানুর রহমান রুবেল, ইনফো বাংলার মো. হোছাইন, দৈনিক গণমুক্তির মামুনুল হক, দৈনিক সময়ের কাগজ এর সাতকানিয়া প্রতিনিধি সাংবাদিক আব্দুল বায়েছ, সাংবাদিক মো. মাছুদুল করিম, চ্যানেল কর্ণফুলী নুরুল আজম সিকদার, চট্টটিভির সাইফুল ইসলাম, সি ভিশনের মো, মামুন, আব্দুল আজিজ, ভোক্তা অধিকারের নারী নেত্রী এরিন, জনবাণী এর মিনহাজ বাঙালি, দ্বীপ টিভির মেহাম্মদ রফিক প্রমুখ।
মানববন্ধন থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সাতকানিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেছবাহ উদ্দীন আহমেদ চৌধুরী কচির বলেন, সোনাকানিয়ার একটি ঘটনায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় সাংবাদিকের বিরুদ্ধেসহ ৩জনের নামে মামলা এবং পরবর্তীতে একটি অনলাইনে সংবাদ মাধ্যমে সোনাকানিয়ার জসিম সাতকানিয়া সিনিয়র সহকারি জজ আদালত সম্পর্কে বিদ্রুপ মন্তব্য করায় আমরা সাতকানিয়া আইনজীবি সমিতি তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, চেয়ারম্যান জসিম যদি আগামি ৪৮ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহার পূর্বক তার বক্তব্য পরিহার না করে তাহলে আমরা সাতকানিয়া আইনজীবী সমাজ ও সাংবাদিক সমাজ আইনের দ্বারস্থ হতে বাধ্য হবো।
২৪ঘণ্টা.জেআর
Leave a Reply