মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ে আগুনে গ্রাম পুলিশের এক নারী সদস্যের ঘর সহ ৩টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৮ লাখ টাকা।
বৃহস্পতিবার( ২৬ জানুয়ারী) ভোর ৬টায় জোরারগঞ্জ থানার ৪ নং ধুম ইউনিয়নের নাহেরপুর গ্রামের স্বপন ডাক্তার বাড়িতে এ অগ্নীকান্ডের ঘটনা ঘটে।
খবর নিয়েয জানা যায়, বৃহস্পতিবার সকালে রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে একে একে ৩টি পরিবারের বসতঘর পুড়ে যায়। ক্ষতিগ্রস্রা হলেন ৪নং ধুম ইউনিয়নের গ্রাম পুলিশ সদ্য বিনা রানী দেবী একই বাড়ির বাসিন্দা কমল চন্দ্র নাথ ও শেমল চন্দ্র নাথ। অগ্নিকাণ্ডে তাদের বসতঘর ছাড়াও রান্না ঘর সহ মূল্যবান আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। তার আর্থিক ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৮ লাখ টাকা বলে জানা গেছে। উপস্থিত সংকট নিরসনে স্থানিয় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জহির উদ্দিন ইরান আর্থিক সহায়তা প্রদান করেন।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জহির উদ্দিন ইরান জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অত্যান্ত দরীদ্র আগুনে তাদের সহায় সম্বল সব পুড়ে গেছে। একবেলা ভাত রান্নার ব্যাবস্থাও নেই। তাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিসেবে ব্যাক্তিগত দায়িত্ববোধ থেকে উপস্থিত সংকট নিরসনে পরিবার গুলোকে সামান্য আর্থিক সহায়তা করেছি।
মিরসরাই সিভিলডিফেন্স ও ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ ইমাম হোসেন পাটওয়ারী জানান, রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।
Leave a Reply