মিরসরাই প্রতিনিধি::::রাষ্ট্র ব্যবস্থার সংস্কার ও বৈষম্যহীন উন্নত বাংলাদেশ নির্মাণে সর্বাত্মক আন্দোলন গড়ে তোলার প্রত্যয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পশ্চিম এর দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন করা হয়েছে।
শুক্রবার ( ২৭ জানুয়ারি) বিকালে মিরসরাই উপজেলার মিরসরাই সরকারি পাইলট স্কুল মাঠে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
জেলা সম্মেলনে প্রধান অতিথির আলোচনায় কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলোয়ার হোসাইন সাকী বলেন স্বাধীনতার ৫১ বছর পরের বাংলাদেশও একাত্তর পূর্বের মতোই আছে। ২০২৩ এসেও দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যায়। দেশের সম্পদ বানের ঢলের মত বাইরে পাচার হয়ে যাচ্ছে। ব্যাংক থেকে হাজার কোটি টাকা লুট হয়ে যাচ্ছে। বৈষম্যের বীভৎস দৃশ্যে মানবতা লজ্জা পায়। কেউ কেউ কোটি টাকার গাড়ি কেনে আর কোটি মানুষ একমুঠো ভাতের জন্য টিসিবির ট্রাকের পিছনে দৌড়ায়। মানুষের ভোটাধিকার শুধু কেড়ে নেয়া হয়েছে তাই নয়, বরং ভোটের অধিকার চাওয়াকেই অপরাধ মনে হচ্ছে। একের পর এক কালাকানুন করে গোটা দেশকেই জেলখানা বানানো হয়েছে। বিরোধী মতকে দমন করা, গুম করা, রাজনৈতিক সমাবেশে গুলি করে মানুষ মারা ক্ষমতাসীনদের নিত্য দিনের কাজে পরিণত হয়েছে।
বিশেষ অতিথির আলোচনা করেন কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা একরামুল হক। সভাপতির শুভেচ্ছা বক্তব্যে শেখ মনজুর এলাহী শওকত বলেন, স্বাধীনতার মৌলিক প্রতিপাদ্য বিষয় সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার স্বাধীনতার ৫০বছরেও আমরা সেটি ফিরে পাইনি।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা আন্দোলনের সিনিয়র সহ- সভাপতি মাও. সুলতানুল ইসলাম ভুঁইয়া, সহ-সভাপতি মুফতি মহিউদ্দিন আকবর আলী, জেলা সেক্রেটারি মাও. জসিম উদ্দিন, সহ-সেক্রেটারি মাও. রিদওয়ানুল হক, সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান মুন্না, প্রশিক্ষণ সম্পাদক মাও. ফয়জুল কবির পারভেজ, সহ- প্রশিক্ষণ সম্পাদক মুফতি শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক মুহাম্মদ আসিফুল ইসলাম, জেলা সদস্য মাও. ইব্রাহীম খলিল, মাও. ইলিয়াস,ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক, হাফেজ শাহাদাত হোসাইন, জেলা ওলামা-মাশায়েখ আ’ইম্মা পরিষদের সভাপতি মাও. ইব্রাহীম আল-হাসান, জেলা শ্রমিক আন্দোলন সভাপতি, মাও. রেজাউল করিম, জেলা শুরা সদস্য মাও. নজরুল ইসলাম, জেলা যুবনেতা মহিউদ্দিন নিজামী, ছাত্রনেতা আহমাদ আল-জাবের , নজরুল ইসলাম তারেক, মাও. আশরাফ বিন ফারুকী, কুরআন তিলাওয়াত করেন ক্বারী আরিফুল ইসলাম প্রমুখ।
জেলা সম্মেলনে কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জেলা কমিটির ৭সদস্যের নাম ঘোষনা করেন। এরা হলেন সভাপতি মুফতি মহিউদ্দিন আকবর আলী, সহ-সভাপতি শেখ মনজুর এলাহী শওকত, সেক্রেটারি মাও. জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান মুন্না, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার খালিদ হোসাইন, প্রচার ও দাওয়াহ সম্পাদক শাহীন আহমেদ, প্রশিক্ষণ সম্পাদক ক্বারী আব্দুর রহমান।
Leave a Reply