চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া ইসলামিয়া আজিজিয়া কাসেমুল উলূম মাদ্রাসা ও এতিমখানার ৬৯তম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গনে বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ সোলাইমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।
সভায় আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন, পটিয়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসা মুহতামিম আল্লামা ওবাইদুল্লাহ হামযাহ, হাটহাজারি জামিয়া দারুল হিদায়া মাদ্রাসার মুহতামিম আল্লামা আজিজুল হক আল-মাদানি, মাওলানা মুজিবুর রহমান যুক্তিবাদী, মাওলানা খুবাইব বিন শাহ তৈয়্যব, আল্লামা নুর আহম, আল্লামা মুফতি আবুল হোসাইন, মাওলানা ইমাম জাফর প্রমুখ।
২৪ঘণ্টা.জেআর
Leave a Reply