রাউজান প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে মোটর সাইকেল দূর্ঘচনায় সজীব মুৎসুদ্দি (২১) নামের ইউনিয়ন ছাত্রলীগের নেতা নিহত হয়েছে।
২৩ ডিসেম্বর (সোমবার) রাত আনুমানিক নয়টার দিকে উপজেলার হাফেজ বজলুর রহমান সড়কে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত সজীব মুৎসুদ্দি পাহাড়তলী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মহামুনি গ্রামের সত্যজিৎ মুৎসুদ্দির ছেলে। সে পাহাড়তলী ইউনিয়ন ছাত্রলীগের অর্থ-সম্পাদক বলে জানা গেছে।
স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, সোমবার রাতে ব্যক্তিগত একটা কাজে মোটর সাইকেল নিয়ে সজীব রাঙ্গুনিয়া উপজেলার রামগতির হাট যান। সেখান থেকে কাজ সেরে ফেরার পথে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হানিয়ে সড়কের পাশে পড়ে যায়। পরে ঘটনাস্থল থেকে তাকে প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাহাড়তলী ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন বলেন, মোটর সাইকেল দূর্ঘটনায় সজীব মুৎসুদ্দির মৃত্যু হয়। সে ছাত্রলীগের রাজনরীতির সাথে জড়িত।
Leave a Reply