পেকুয়ায় এগারো রোহিঙ্গা আটক

কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের ঠান্ডার পাড়া এলাকায় শ্রমিকের কাজ করার সময় ১১ জন রোহিঙ্গা পুরুষকে আটক করেছে পুলিশ। পরে তাঁদের রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়।

পুলিশ বলছে, কক্সবাজার সদরের বাংলাবাজার এলাকার শাহ আলমের নেতৃত্বে দালাল চক্রের একটি দল রোহিঙ্গাদের শ্রমিকের কাজের জন্য বিভিন্ন ক্যাম্প থেকে বের করে নিয়ে আসে। তারা একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধিনে সড়ক নির্মাণ কাজে অল্প বেতনের শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন।

জানাগেছে, উজানটিয়া ইউনিয়নের সোনালী বাজার টু আতঁরআলী পাড়া সড়কের নির্মাণ বাস্তবায়ন কাজ চলছে। গত এক সপ্তাহ আগে ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের আওতায় প্রায় ৬৩ লক্ষ টাকা ব্যয়ে সড়কের নির্মাণ কাজ শুরু হয়েছে। এক কিলোমিটার ওই সড়কে ব্রিক সলিং কাজ চলমান রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান জুবাইর ইন্টারন্যাশনাল ওই কাজ বাস্তবায়ন করছেন।

উজানটিয়া ইউনিয়নের বাসিন্দা ওমর ফারুক বলেন, এসব রোহিঙ্গারা ইউনিয়নের সোনালী বাজারে ১০—১২ দিন ধরে ঘর ভাড়া নিয়ে বসবাস করছিলো। কথাবার্তা ও আচার আচরণ অস্বাভাবিক লাগলে তাদের জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা বলে জানায়। পরে তাঁদের পেকুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পেকুয়া থানার উপ পরিদর্শক (এসআই) রোকন উদ্দিন বলেন, দালাল চক্রের সদস্যরা বিভিন্ন কায়দায় কুতুপালং ক্যাম্প থেকে বের করে উজানটিয়া সোনালী বাজারে শ্রমিকের কাজের জন্য ঠিকারদার জুবাইর তাঁদের নিয়ে আসে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাস্তার শ্রমিকের কাজ করার সময় তাঁদের আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার বলেন, আটক রোহিঙ্গাদের ক্যাম্পে ফেরত পাঠানোর জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

২৪ঘণ্টা.জেআর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *