চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উন্নয়ন প্রকল্পের পরিচালক মো. ইয়াজদানীর ওপর হামলার ঘটনা ঘটেছে। পরিচালকের কার্যালয়ে ঢুকে এ হামলা চালানো হয়েছে। এ সময় প্রকল্প পরিচালকের টেবিল ও নামফলক ভাঙচুর করা হয়।
কাজ না দেয়ায় ঠিকাদাররা এ হামলার ঘটনা ঘটিয়েছে অভিযোগ ইয়াজদানীর।
রোববার (২৯ জানুয়ারি) বিকেলে নগরীর টাইগারপাসে সিটি কর্পোরেশনের অস্থায়ী কার্যালয়ে এ ঘটনা ঘটে। মূলত চার তলায় অবস্থিত প্রকল্প পরিচালকের কক্ষে এ হামলার ঘটনা ঘটে।
চসিক মেয়রের একান্ত সচিব আবুল হাশেম জানান, কয়েকজন ঠিকাদার প্রকল্প পরিচালকের কক্ষে হামলা চালিয়েছে। পুলিশকে জানানো হয়েছে। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শনও করেছে।
হামলার শিকার প্রকল্প পরিচালক জানান, কার্যালয়ে বসার পরপরই অনুমতি ছাড়া প্রায় ২০-২৫ জন ঠিকাদার তার কক্ষে ঢুকে পড়েন। এ সময় তারা হামলা করে। উপর্যুপরি কিলঘুষি মারতে থাকেন। অফিস সহকারী তিলক দে তাকে রক্ষা করতে গেলে তিনিও মারধরের শিকার হন। প্রায় ১০ মিনিটের মতো মারধরের পর হামলাকারীরা সেখান থেকে চলে যান।
সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ’প্রকল্প পরিচালকের কক্ষে হামলা কোনোভাবেই মেনে নেয়া হবে না। সিটি কর্পোরেশনে এসে টিভি, গ্লাস ভেঙে ফেলা হয়েছে। আমরা দ্রুত ব্যবস্থা নেব।’
যে ছেলেটার নেতৃত্বে এসব হয়েছে তার নাম সাহাবউদ্দীন বলে জানান রেজাউল করিম।
তিনি আরও জনান, স্বচ্ছতার মাধ্যমে টেন্ডার প্রক্রিয়ার কাজ চলছে। ভয়-ভীতি দেখিয়ে কাজ বাগিয়ে নেয়া কোনোভাবেই সম্ভব নয়। হামলার সঙ্গে জড়িতরা চসিকের ঠিকাদার হলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা ও কালো তালিকাভুক্ত করা হবে বলেও জানান তিনি।
Leave a Reply