দুই বছর পর সাংবাদিক কামরুল ইসলাম দুলু’র মোবাইল উদ্ধার করল পিবিআই

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে হারিয়ে যাওয়ার ২ বছর ১ মাস ২০ দিন পর মোবাইল ফোন উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উদ্ধারের পর রোববার রাতে ফোনের মালিকের হাতে এটি হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, সীতাকুণ্ড উপজেলার সিপ্লাস টিভি ও দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি কামরুল ইসলাম দুলু কর্মস্থল থেকে সীতাকুণ্ড- অলংকার রোডে চলাচলকারী ৮নং বাসে করে বাড়ি ফেরার পথে ২০২০ সালের ২১ শে ডিসেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় স্মার্ট ফোনটি হারিয়ে ফেলেন। ওই দিনই তিনি সীতাকুণ্ড থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর ঘটনাটি তদন্তভার পান থানার এসআই মামুন। মোবাইলটি বন্ধ থাকায় তখন সেটা উদ্ধার করা সম্ভব হয়নি।

দুই বছর পর সোমবার (২৯ জানুয়ারী ২০২৩) আবার মোবাইল উদ্ধারে আবেদন করা হয় পিআইবি চট্টগ্রাম জেলা বরাবরে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নাজমুল হাসান এর সহযোগীতায় উপ-পুলিশ পরিদর্শক মোঃ শাহাদাত হোসেন ফোনের আইএমইআই নম্বরের সূত্র ধরে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ১২ ঘন্টার মধ্যে নগরীর পূর্ব মাদারবাড়ীর এক নারীর কাছে ফোনের সন্ধান পান। ফোনটি ওই নারী রিয়াজউদ্দিন বাজারের একটি দোকান থেকে কম মুল্যে কিনেছিলেন। রোববার রাতে ফোনটি সাংবাদিক কামরুল ইসলাম দুলু’র হাতে হস্তান্তর করেন।

কামরুল ইসলাম দুলু জানান, তিনি ধরেই নিয়েছিলেন ফোনটি আর ফিরে পাবেন না। কিন্তু দুই বছর ১ মাসেরও বেশি সময় পর ফোন উদ্ধার করতে পারায় তিনি পুলিশ সুপার নাজমুল হাসান এবং উপ-পুলিশ পরিদর্শক মোঃ শাহাদাত হোসেনকে ধন্যবাদ জানান।

শাহাদাত হোসেন জানান, প্রযুক্তির সহায়তায় তিনি হারিয়ে যাওয়া অনেক স্মার্ট ফোন উদ্ধার করেছেন। তিনি বলেন, দুই বছরের বেশি সময় পরে হলেও হারিয়ে যাওয়া ফোনটি উদ্ধারের পর মালিককে ফেরত দেওয়া সম্ভব হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *