‘চট্টগ্রাম শাহী জামে মসজিদ বিল’ পাস

সামরিক আমলে করা আইন বাতিল করে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে জাতীয় সংসদে ‘চট্টগ্রাম শাহী জামে মসজিদ বিল’ পাস হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) সংসদ অধিবেশনে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান ওই বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে বিলটি পাসের আগে জনমত যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণ এবং সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি করা হয়। প্রস্তাবের ওপর বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম ও স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল করিম বাবলু বক্তৃতা করেন।

পাস হওয়া বিলে বলা হয়েছে, চট্টগ্রামের আন্দরকিল্লায় অবস্থিত চট্টগ্রাম শাহী জামে মসজিদের ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কার্যক্রম সরকারের পক্ষে পরিচালনা করবে ইসলামিক ফাউন্ডেশন। ওই মসজিদের নামে একটি তহবিল থাকবে। সরকার, যে কোনো ব্যক্তি বা সংস্থার দেওয়া অনুদান ও দান এবং মসজিদের সম্পত্তি থেকে পাওয়া আয় জমা থাকবে ওই তহবিলে।

বিলে আরও বলা হয়েছে, কোনো ব্যক্তি মসজিদের সম্পত্তি বেআইনিভাবে দখল করলে বা দখল করার উদ্যোগ নিলে বা তার দখল, জিম্মা বা নিয়ন্ত্রণাধীন কোনো সম্পত্তি ইসলামিক ফাউন্ডেশনের কাছে যথাযথভাবে হস্তান্তর না করলে, তা হবে অপরাধ। এ অপরাধের শাস্তি সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *