চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগ দিয়েছন মো. ইসতিয়াক ইমন। তিনি খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষীছড়ি উপজেলার নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। সদ্য বিদায়ী ইউএনও শেখ জুবায়ের আহমেদ অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে গোপালগঞ্জ বদলির পর তার স্থলে যোগদান করলেন তিনি।
গত মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানের পর বিকেলে আনুষ্ঠানিকভাবে আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেন বিসিএস ৩৪তম (প্রশাসন)-এর কর্মকর্তা মো. ইসতিয়াক ইমন।
তিনি বলেন, নবাগত ইউএনও হিসেবে সবার সহযোগিতা নিয়ে সরকারের সব উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করাসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর পরিচালনা করতে চান তিনি। এ জন্য আনোয়ারাবাসীর সহযোগিতা কামনা করেন।
২৪ঘণ্টা.জেআর
Leave a Reply