লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতি ইউনিয়নের লম্বাশিয়ায় সাতগড় ছড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলনকৃত ১১টি স্তুপের প্রায় ১ লক্ষ ঘনফুট বালু জব্দ করা হয়েছে।
বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৪টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান।
অভিযানকালে চুনতি সাতগড় বনবিট কর্মকর্তা মো : শাহ আলম হাওলাদার, ডলু বনবিট কর্মকর্তা মো : আশরাফুল ইসলাম, চুনতি ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মো : ইদ্রিস, লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সত্যজিৎ ভৌমিক, সাতগড় ও ডলু বনবিট অফিসের বনকর্মীসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান, উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় লম্বাশিয়া ছড়া হতে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করি। অভিযানে অবৈধভাবে উত্তোলিত ১১টি স্তুপের প্রায় ১ লক্ষ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। তবে, অভিযান পরিচালনার সময় অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি।
এসময় পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং বনবিভাগের জায়গা সুরক্ষিত রাখতে নিয়মিত টহল জোরদারসহ সার্বিক ব্যবস্থা নেয়ার জন্য বনবিভাগকে নির্দেশনা প্রদান করা হয়েছে। জনস্বার্থে ও পরিবেশ সুরক্ষায় এ ধরণের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Leave a Reply