সীতাকুণ্ডে দৈনিক যুগান্তরের ২ যুগপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন

সীতাকুণ্ড প্রতিনিধি: দৈনিক যুগান্তরের ২ যুগে পদার্পণ উপলক্ষে সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে।

বুধবার আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা আয়োজনে দিবসটি উদযাপিত হয়।

সীতাকুণ্ড উপজেলা পরিষদ প্রাঙ্গণে সকাল ১০টা থেকে ২ যুগে পদার্পণ উৎসব শুরু হয়। শুরুতে একটি আনন্দ শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো: শাহাদাত হোসেন কেক কেটে ২ যুগে পদার্পণ উদ্বোধন করেন। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া।

এতে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল আলম, দৈনিক যুগান্তরের সীতাকুণ্ড প্রতিনিধি ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি এস,এম, ফোরকান আবু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য আ.ম.ম. দিলসাদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নুর উদ্দীন রাশেদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র ষ্টেশন অফিসার মোঃ নূরুল আলম দুলাল, প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দীন, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম সেকান্দর হোসাইন, সাধারন সম্পাদক লিটন কুমার চৌধুরী, সহসভাপতি জহিরুল ইসলাম জহির, হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর, হযরত পীর বারআউলিয়া (র:) ওয়াকফ এস্টেট’র মতোয়াল্লী আলহাজ্ব এস.এম মাকছুদুল আলম, দৈনিক সময়ের কাগজের চট্টগ্রাম আঞ্চলিক প্রতিনিধি নুর মোহাম্মদ রানা, দৈনিক লাখো কন্ঠের চট্টগ্রাম প্রতিনিধি মোঃ শাহ আজম, সীতাকুণ্ড প্রেস ক্লাব সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান এম হেদায়েত উল্লাহ, সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম।

আলোচনা সভায় অংশ নেন চেয়ারম্যান চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম নিজামী, দৈনিক ইত্তেফাকের সীতাকুন্ড প্রতিনিধি দিদারুল হোসেন টুটুল, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সীতাকুণ্ড প্রতিনিধি নাসির উদ্দীন অনিক, দৈনিক ইনকিলাবের সীতাকুন্ড প্রতিনিধি শেখ মোঃ সালাউদ্দিন, সিপ্লাস টিভি ও দৈনিক ভোরের দর্পণের সীতাকুণ্ড প্রতিনিধি কামরুল ইসলাম দুলু, দৈনিক পূর্বদেশ প্রতিনিধি জাহেদুল আনোয়ার চৌধুরী, মানবকণ্ঠ প্রতিনিধি সাইদুল হক, মানব জমিন প্রতিনিধি মোঃ ফারুখ আব্দুলাহ, দৈনিক ইনফো বাংলা প্রতিনিধি তালুকদার নির্দেশ বড়ুয়া, সাংবাদিক আবুল খায়ের, সাংবাদিক নন্দন রায়, দৈনিক খোলা কাগজের সীতাকুণ্ড প্রতিনিধি হাকিম মোল্লা, রেডিও সাগর গিরির কর্মকর্তা সঞ্জয় চৌধুরী, একুশের বানী সীতাকুণ্ড প্রতিনিধি বাবলা মিয়া সীতাকুণ্ড থানা আ.লীগের সদস্য মো: ইসমাইল, পোর্ট সিটি ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী ঈসা কামাল।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন , আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, কেএসআরএম’ র মিডিয়া অফিসার মোঃ মিজানুল ইসলাম, শ্রমিক নেতা মোঃ কামাল উদ্দিন, মোঃ হারুনুর রশীদ, চলচ্চিত্র ও টিভি অভিনেতা সাজ্জাদ ভূইয়া, শামসাদ জাহান হাসু, এহছানুর রহমান ববি,সৈয়দ রিয়াদুল ইসলাম রিয়াদ। সাংসদ দিদারুল আলমের পক্ষে ফুলেল শুভেচছা জানান মোঃ জসিম উদ্দিন, সীতাকুন্ড হেলথ এডুকেশনের পক্ষে ফুলেল শুভেচছা জানান সীতাকুণ্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাস্ট (সেট) এর নির্বাহী পরিচালক লায়ন মোঃ গিয়াস উদ্দিন, হাজী মোঃ ইউসুফ শাহ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *