হাটহাজারীতে সরিষা গাছের হলুদে ছেয়ে গেছে মাঠ

হলুদে ছেয়ে গেছে হাটহাজারী উপজেলার প্রত্যন্ত অঞ্চল। মাঠে মাঠে সরিষা ফুলের হলুদ রং সকলেরই নজর কাড়ছে। উপজেলা যেদিকে যায় সেদিকে শুধু চোখে পড়ছে সরিষার হলুদ ফুল।

কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি রবি মৌসুমে হাটহাজারী উপজেলায় ৪৪২ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে যা গত বছরের তুলনায় ৮ গুণ বেশি। গত বছর একই সময়ে সরিষা আবাদ হয়েছিলো ৫৫ হেক্টর।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আল মামুন শিকদার সাথে কথা বলে জানা যায়, প্রধানমন্ত্রীর ভোজ্য তেলের উৎপাদন বৃদ্ধির নির্দেশনা বাস্তবায়নে উপজেলা কৃষি অফিস, হাটহাজারী সদা সচেষ্ট থেকে সরিষার আবাদ বৃদ্ধির লক্ষ্যে নিবিড়ভাবে কাজ করে গিয়েছে।

তিনি উল্লেখ করেন, উপজেলা প্রশাসন, হাটহাজারী এর সহযোগিতায় কৃষকদের বিনামূল্যে বীজ সরবরাহ করা হয়েছে, পাশাপাশি প্রণোদনা কর্মসূচী ও বিভিন্ন প্রকল্পের মাধ্যমেও সরিষার আবাদ বৃদ্ধিতে কৃষকদের কৃষি উপকরণ সহায়তা প্রদান করা হয়েছে। তিনি জানান, এ কর্মযজ্ঞ বাস্তবায়নে মাঠপর্যায়ে কর্মরত উপসহকারী কৃষি অফিসারবৃন্দ নিরলসভাবে কাজ করে গিয়েছেন। তিনি বলেন, সরিষার আবাদ বৃদ্ধির ফলে উপজেলায় রবি মৌসুমে পতিত থাকা জমি যেমন চাষাবাদের আওতায় এসেছে, একইসাথে সরিষার আবাদ বৃদ্ধি অন্যান্য রবি ফসলের ফলন বৃদ্ধিতেও সহায়তা করছে।

ভোজ্যতেলের ক্রমবর্ধমান মূল্যে যখন ভোক্তা দিশেহারা, তখন দেশে ভোজ্য তেলের চাহিদা পূরণে হাটহাজারী উপজেলা বিশেষ অবদান রাখবে৷ সরিষার এ উৎপাদন ভোজ্য তেলের আমদানি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরিষার বাগান মালিক সুমন পল্লব জানান,আমি কয়েক একর জমিতে সরিষার বাগান করেছি ,তবে আমি মনে করি এই বাগান করে আমি সফল হতে পারবো । পাশাপাশি দেশের উন্নয়ন হবে । কৃষি খাতে সকলকে সহযোগিতা করার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই।

২৪ঘণ্টা.জেআর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *