সীতাকুণ্ডের শীতলপুরে শেখ রাসেল স্মৃতি মিনিবার ফুটবলে চ্যাম্পিয়ন শাপলা একাদশ

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের শীতলপুরে শেখ রাসেল স্মৃতি দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাত ৮টায় বগুলাবজারস্থ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অংশ নেয় শাপলা একাদশ বনাম নেজাম স্মৃতি সংসদ। মাসব্যাপী টুর্নামেন্টে মোট বারোটি দল অংশ গ্রহণ করে। ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটের খেলায় ১-১ গোলে ড্র হলে ট্রাইবেকারে গড়ায়। এতে শাপলা একাদশ ৩-২ গোলে নেজাম স্মৃতিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে ট্রপি তুলে দেন এইচ এম স্টীল অ্যান্ড ইন্ডাস্ট্রি লিমিটেডের ডাইরেক্টর আলহাজ্ব মোহাম্মদ সাইদুল আলম। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মাস্টার জাকির হোসেন, ইউপি সদস্য মোঃ বাবলু, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন, বিএনপি নেতা মোঃ নাজিমুদৌলা, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিন, আ.লীগ নেতা নিজাম উদ্দিন, খেলা পরিচালনা কমিটি সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. হারুন, মোহাম্মদ নাজিম, মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ তাজউদ্দীনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *