সড়ক দুর্ঘটনা : বায়েজিদে কারের ধাক্কায় শিশু ও ইপিজেডে বাসের ধাক্কায় নারীর মৃত্যু

সড়ক দুর্ঘটনা নারীর মৃত্যু

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর বায়েজিদ ও ইপিজেড এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার ২৫ ডিসেম্বর সকাল সাড়ে ৭টা থেকে ৯টার মধ্যে পৃথক ঘটনা দুটি ঘটে।

জানা যায়, বুধবার সকাল সাড়ে ৭টার সময় নগরীর ইপিজেড থানার যমুনা ওয়েলের সামনে সড়ক পারাপারের সময় বাসের ধাক্কায় হাবিবা আক্তার (১৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

হাবিবা কুমিল্লা জেলার লাকসাম উপজেলার তাহেরপুর গ্রামের হাফেজ আহমেদের মেয়ে এবং ইপিজেডের ইউমিবুদ গার্মেন্টস শ্রমিক বলে জানা গেছে। নিহতের লাশ বর্তমানে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক আলাউদ্দিন তালুকদার তথ্যটি নিশ্চিত করেন।

এদিকে এ ঘটনার মাত্র দেড় ঘন্টার ব্যবধানে নগরীতে পৃথক আরো একটি সড়ক দুর্ঘটনায় তাসনিয়া আক্তার লামিয়া নামে তিনবছর বয়সী এক শিশু কণ্যার মৃত্যু হয়েছে। নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকার আনন্দবাজারের মুখে একটি চলন্ত প্রাইভেট কার শিশুটিকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা গুরুতর আহত অবস্থায় শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত লামিয়া ফেনী জেলার সদর থানার ফাজিলপুর গ্রামের ডাইল মার্কেট বৈদ্য বাড়ির ফজলুল হকের মেয়ে।

এ ঘটনায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ফেরদৌস আহমদকে আটক করা হয়েছে বলে জানান বায়েজিদ বোস্তামি থানার ওসি প্রিটন সরকার। তিনি বলেন, নিহত শিশুটির পরিবারের পক্ষে কেউ মামলা করলে ওই মামলার সূত্র ধরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *