সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে “ভাটিয়ারী যুব ইউনিটি তেলিপাড়া” নামে নতুন একটি সামাজিক সংগঠনের
আত্মপ্রকাশ ঘটেছে।
শুক্রবার রাতে ভাটিয়ারীতে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়।
সমাজে মানুষের মধ্যে একে অন্যের প্রতি আস্থা প্রতিষ্ঠা এবং সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সৃদৃঢ় করণের লক্ষ্যে এলাকার সচেতন মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান নাজীম উদ্দিন।
সভায় মোঃ কামাল উদ্দিন মেম্বারকে সভাপতি ও শাহীন আহমেদকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাহাব মিয়া, খায়রুল আলম মেম্বার, মুসলিম উদ্দিন মুছা, ও সোলাইমান মেম্বার।
বক্তব্য রাখেন সোলাইমান মেম্বার, মো সেলিম, জানে আলম, জরি সরদার, সালাউদ্দিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
আগামী ২ বছর এ কমিটি দায়িত্ব পালন করবেন।
Leave a Reply