বঙ্গবন্ধু বিপিএলের চলতি আসরের চট্টগ্রাম পর্ব গতকাল শেষ হয়েছে। দেশের জনপ্রিয় টি-টোয়েন্টি লিগটি ফের ফিরছে ঢাকায়। তবে চট্টগ্রামের ক্রিকেট উৎসব বেশ রোমাঞ্চিত করেছে সবাইকে। রান তোলার দিক থেকে ‘সাগরিকা’ খ্যাত জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ছিল বেশ ‘দানশীল’।
রানের সাথে পাল্লা দিয়ে কম যাননি বোলাররাও। তরুণ পেসারদের উত্থান দেশের ক্রিকেটকে দিয়েছে ভালো কিছুর ইঙ্গিত। দুটি শতকের সাথে ঘটেছে ৪ উইকেট পাওয়ার তিনটি ঘটনাও।
চট্টগ্রাম পর্ব শেষে রান সংগ্রাহকদের তালিকায় সবার শীর্ষে রয়েছেন কুমিল্লার ডেভিড মালান, যিনি চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে হাঁকিয়েছেন অপরাজিত সেঞ্চুরি। শীর্ষ পাঁচে একমাত্র বাংলাদেশি চট্টগ্রামের ইমরুল কায়েস।
উইকেট শিকারিদের তালিকার শীর্ষে অবশ্য এক বাংলাদেশিই। জোড়া ৪ উইকেট শিকার করা চট্টগ্রামের মেহেদী হাসান রানা অন্যদের চেয়ে ভালো ‘দূরত্ব’ রেখেই শীর্ষে অবস্থান করছেন। শীর্ষ পাঁচে রয়েছেন সৌম্য সরকার ও রুবেল হোসেনও।
একনজরে চট্টগ্রাম পর্ব শেষে বঙ্গবন্ধু বিপিএলের শীর্ষ পাঁচ ব্যাটসম্যান
নাম ম্যাচ/ইনিংস রান শতক অর্ধ-শতক
ডেভিড মালান (কুমিল্লা ওয়ারিয়র্স) ৬ ৩০০ ১০০/১ ৫০/১
রাইলি রুশো (খুলনা টাইগার্স) ৫ ২৫৯ ১০০/০ ৫০/৩
চ্যাডউইক ওয়ালটন (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) ৭ ২৪০ ১০০/০ ৫০/২
জনসন চার্লস (সিলেট থান্ডার) ৬ ২৩৬ ১০০/০ ৫০/২
ইমরুল কায়েস (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) ৭ ২৩৫ ১০০/০ ৫০/২
শীর্ষ পাঁচ বোলার
নাম ম্যাচ উইকেট সেরা ফিগার
মেহেদী হাসান রানা (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) ৫ ১৩ ২৩/৪
আন্দ্রে রাসেল (রাজশাহী রয়্যালস) ৫ ৯ ৩৭/৪
মুজিব উর রহমান (কুমিল্লা ওয়ারিয়র্স) ৬ ৮ ২২/২
সৌম্য সরকার (কুমিল্লা ওয়ারিয়র্স) ৬ ৮ ১২/২
রুবেল হোসেন (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) ৬ ৮ ২৭/২
Leave a Reply