সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে এক ইউপি সদস্যের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, শনিবার রাত ১০টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ কদমরসুল এলাকার পূর্ব পাশে স্বামীর সাথে রিক্সায় করে চাকুরীতে যাওয়ার পথে গতিরোধ করে রিক্সা থেকে জোরপূর্বক নামিয়ে স্থানীয় ৯নং ওয়ার্ড সদস্য রবিন চৌধুরী তার অফিসে ওই নারীকে ধর্ষণ করে। এসময় ঔই নারীর স্বামী বাঁধা দিলে তাকে মারধর করে।
ওই সময় ৯৯৯ নম্বারে বিষয়টি জানালে এসআই হারুন তাদেরকে উদ্ধার করে।
এব্যাপারে ধর্ষিতার বড় ভাই সুজন আহমেদ টিটু বলেন, আমার ছোট বোন তার স্বামীর সাথে রাতে চাকরিতে যাওয়ার পথে রাত ১০টার সময় ইউপি সদস্য রবিন চৌধুরী জোর করে তাদেরকে রিক্সা থেকে নামিয়ে স্বামীকে বেঁধে রেখে ২০ হাজার টাকা দাবী করে। টাকা না দেওয়ায় স্বামীর সামনে ধর্ষণ করে। ৯৯৯ নম্বরে ফোন করলে সীতাকুণ্ড মডেল থানার এসআই এর নেতৃত্ব পুলিশ গিয়ে উদ্ধার করে। আমরা মামলা করার প্রস্তুতি নিচ্ছি।
বিষয়টি স্বীকার করেছেন মডেল থানার এসআই মোঃ হারুন।
উল্লেখ, গত কিছুদিন আগে ইউপি সদস্য রবিন চৌধুরীর বিরুদ্ধে মদ্যপান করে মসজিদের মুসল্লীদের উপর হামলার অভিযোগ উঠে।
Leave a Reply