তুরস্কে ভূমিকম্পে নিহত ১১৮

তুরস্কে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে অন্তত ১১৮ জন নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম ডেইলি সাবাহ এই তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, সোমবার সকালে দক্ষিণ তুরস্কে ভূমিকম্পে হতাহতের এই ঘটনা ঘটে। ভূমিকম্পে এখন পর্যন্ত ১১৮ জন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে ৭৬ জন তুরস্কের এবং ৪২ জন পার্শ্ববর্তী দেশ সিরিয়ার আলেপ্পো প্রদেশের।

তুরস্কের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, মৃত্যুর সংখ্যা অনেক বাড়বে। কারণ, ভূমিকম্পে অনেক ভবন ধসে পড়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৮ এবং এর উৎসস্থল ছিল দক্ষিণ তুরস্কের গাজিয়ানটেপ প্রদেশের পূর্ব দিকে নুরদাগি শহর থেকে ২৬ কিলোমিটার পূর্বে ভূগর্ভের প্রায় ২৪.১ কিলোমিটার গভীরে।

তবে তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দাবি করেছে, সোমবার স্থানীয় সময় ভোর ৪ টা ১৭ মিনিটে আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৪ এবং উৎপত্তিস্থল ছিল পাজারচিক জেলায়। এটি ঘটে ৭ কিলোমিটার গভীরে।

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *