বাংলাদেশ ঐক্য পার্টি’র বর্ষপূর্তি’র সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ঐক্য পার্টি’র তৃতীয় বর্ষে পদার্পণ ও দেশ নিয়ে দলটির ভাবনা দেশবাসীকে জানান দেওয়ার জন্য দলটির পক্ষ থেকে জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে গত ৫ ফেব্রুয়ারি (রোববার) সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের প্রথম যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জামাল উদ্দিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক মুহাম্মদ আবদুর রহীম চৌধুরী, উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দলের যুগ্ম আহ্বায়ক রাজীব চক্রবর্তী, মাওলানা আলতাফ হোসেন মোল্লা ও দলের সদস্য সচিব এডভোকেট আল মাহমুদ হাসান।

সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, পবিত্র সংবিধানে বর্ণিত পবিত্র কর্তব্য পালনার্থে বাংলাদেশ ঐক্য পার্টি নামক নতুন ধারার নতুন এই রাজনৈতিক দলটি গত ৬ সেপ্টেম্বর ২০২১ খ্রিস্টাব্দ তারিখে আত্মপ্রকাশ হয়েছিলো। বাংলাদেশ ঐক্য পার্টি সংবিধানে বর্ণিত যাবতীয় বিষয় বাস্তবায়নের ক্ষেত্রে যেসব বিষয়গুলোকে অন্তরায় হিসেবে দেখছে তা হলো—দেশে বিরাজমান বিভিন্ন সেকুলার ও ধর্মভিত্তিক দলের মধ্যে আন্তঃদলীয় হিংসা, বিদ্বেষ, দেশের বিভিন্ন সেক্টরে দূর্নীতি, স্বজনপ্রীতি, অসহিষ্ণুতা, ক্ষমাশীলতার অভাব, সন্দেহ, প্রতিশোধপরায়ণতা ও ব্যাপক অনৈক্য। উপরোক্ত সমস্যাগুলো ১৯৯১ সাল থেকে ব্যাপক থেকে ব্যাপকতর রুপ নিয়ে যেভাবে আমাদের প্রিয় বাংলাদেশে বৃদ্ধি পাচ্ছে সে অবস্থা থেকে দেশকে ফিরিয়ে আনার জন্য দল—মত—ধর্ম—বর্ণ নির্বিশেষে এক প্ল্যাটফর্মে এসে চেষ্টা না চালালে দেশে ব্যাপক সংঘাত, রক্তারক্তি, গৃহযুদ্ধ অনিবার্য হয়ে দাঁড়াবে। লাখ লাখ মানুষ খুন হবে। দেশ একটি অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। জনগণকে শোষণ ও বঞ্চনার হাত থেকে রক্ষা করতে এই নতুন ধারার দলটি আপমর জনসাধারণের হয়ে কাজ করবে।

২৪ঘণ্টা.জেআর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *