সীতাকুণ্ড প্রতিনিধি: “ফুলের মতন আপনি ফুটাও গান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১০ ফেব্রুয়ারী শুক্রবার চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যেগে প্রথমবারের মত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক ও ফৌজদারহাট-বন্দর সংযোগ সড়কের সন্নিকটে ফুল উৎসব শুরু হতে যাচ্ছে।
৯ দিনব্যাপী এই ফুল উৎসব চলবে আগামী ১৮ ফেব্রুয়ারী পর্যন্ত। শতাধিক বাহারী ফুল, বৃক্ষ, লতা-গুল্মের অপার সৌন্দর্যের ভিড়ে মূল আকর্ষণ থাকবে টিউলিপ ফুল।
এ ছাড়াও, এখানে থাকবে কায়াকিং, ঘুড়ি উৎসব, বড়শি দিয়ে মাছ ধরার সুব্যবস্থা ও শিশুদের জন্য কিডস জোন। ফুল উৎসবে নারী- পুরুষ, শিশু-কিশোর, যুব-বৃদ্ধ সকল বয়সী ও শ্রেণির পেশার মানুষের চিত্ত বিনোদনের উদ্দেশ্যে সাজানো হয়ে পুরো এলাকা। এখানে দেশি-বিদেশী শতাধিক প্রজাতির কয়েক লক্ষ ফুলের গাছ এখানে শোভা পাবে।
প্রথমবারের মত এ ফুল উৎসব উপলক্ষে বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে সীতাকুণ্ড ফৌজদারহাটস্থ ডিসি পার্ক এলাকায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে চট্টগ্রাম জেলা প্রশাসক আবু জাফর মোহাম্মদ ফখরুজ্জামান ফুল উৎসব বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং দেন।
তিনি বলেন, পাহাড় সমুদ্রে ঘেরা অনন্য অসাধারণ চট্টগ্রামকে ঘিরে পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে আমরা বদ্ধপরিকর। একদিকে সমুদ্র অন্যদিকে মেরিন ড্রাইভ ঘিরে উদ্ধার হওয়া সরকারের ১৯৪ একক জায়গাকে নিয়ে মহাপরিকল্পনা করে দেশবাসীকে আমরা একটি নান্দনিক আকর্ষণীয় পর্যটন স্পট উপহার দিতে চাই। সর্বোপরি, আমাদের এই আয়োজন চট্টগ্রামের মানুষকে মেধা, মনন ও সংস্কৃতির বিকাশ ঘটাতে সহায়তা করবে বলে প্রত্যাশা করছি। বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং মাননীয় প্রধানমন্ত্রীর সুন্দর ও মানবিক বাংলাদেশের স্বপ্নের অগ্রযাত্রায় জেলা প্রশাসন চট্টগ্রাম সবসময়ের মতই মতই দৃঢ় সংকল্প ব্যক্ত করছে।
উল্লেখ, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১০ নং সলিমপুর ইউনিয়নের উত্তর সলিমপুর মৌজার ১নং খাস খতিয়ানের ১নং দাগের ফৌজদারহাট টোল রোডের পাশে শুকতারা পার্ক ও এর আশপাশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলে থাকা ১৯৪ একর উদ্ধার করা সরকারী জায়গায় নতুন করে গড়ে উঠেছে ডিসি পার্ক। চট্টগ্রাম জেলা প্রশাসকের তত্বাবধানে পার্কটি পরিচালিত হবে। ১০ ফেব্রুয়ারী বিকাল ৪টায় চট্টগ্রাম জেলা প্রশাসক আবু বাসার মোঃ ফখরুজ্জামান এর সভাপতিত্বে ফ্লাওয়ার ফেস্ট এর উদ্বোধন করবেন তথ্য মন্ত্রী ড. হাসান মাহমুদ।
Leave a Reply