বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার রোল মডেল বলে মত প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে তিনি যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে পাথরঘাটা গির্জায় উপস্থিত হয়ে ফাদার পংকজ প্যারালাকে বড়দিনের শুভেচ্ছা জানাতে গিয়ে উপরোক্ত মন্তব্য করেন।
এ সময় সুজন বলেন, পৃথিবীর বুকে অসাম্প্রদায়িক চেতনা নিয়ে দাঁড়িয়ে আছে সম্ভাবনাময় এক বাংলাদেশ। যে বাংলাদেশে সব ধমের্র মানুষ এক চেতনার অধীনে থেকে বাস করে। সে চেতনা হচ্ছে অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনা। যখন গোধূলি নামে তখন একইসঙ্গে মসজিদ থেকে আজানের ধ্বনি এবং শাঁখের ধ্বনি জানান দেয় যে আমরা মহান বাঙালি জাতি, আমাদের মধ্যে কোনো বৈষম্য নেই।
তিনি বলেন,সেই জন্মলগ্ন থেকেই আমরা অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলাদেশ নামেই পরিচিত বিশ্বের কাছে। এখানে উল্লেখ্য যে যখন বিভিন্ন সংবাদপত্র কিংবা মিডিয়ায় আমরা দেখতে পাই পৃথিবীর বিভিন্ন দেশে নিরাপত্তার অজুহাত দেখিয়ে বিভিন্ন উৎসব পালনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় সেখানে বাংলাদেশের ইতিহাসে এমন কোনো উদাহরণ নেই। বতর্মান সরকার ক্ষমতায় আসার পর থেকে অসাম্প্রদায়িক বাংলাদেশে এর সংজ্ঞা যেন পূণর্তা পেয়েছে।
তিনি আরো বলেন, আজকের বাংলাদেশে কাউকে ধমীর্য় উৎসব পালনের ক্ষেত্রে নিরাপত্তাহীনতার কথা ভাবতে হয় না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একে অপরের প্রতি সহমমির্তার সম্পর্ক বজায় রেখে মুক্তিযুদ্ধের চেতনায় নিজেরা এগিয়ে যাচ্ছে সাথে এগিয়ে যাচ্ছে অসাম্প্রদায়িক বাংলাদেশ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী মোঃ ইলিয়াছ, এস এম আবু তাহের, নাগরিক উদ্যোগের সদস্য সচিব হাজী মোঃ হোসেন, মোরশেদ আলম, মোঃ শাহজাহান, সোলায়মান সুমন, শহীদুল আলম লিটন, আবুল কালাম আবু, মনিরুল হক মুন্না, আব্দুল মালেক, রিয়েল দত্ত প্রমূখ।
Leave a Reply